যেখানে ক্রীড়াচর্চা ও সংস্কৃতিচর্চা হয়, সেখানে মাদকের ছোবল থাকে না

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের মাঠে ৬৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম
ছবি: প্রথম আলো

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, যেখানে ক্রীড়াচর্চা ও সংস্কৃতিচর্চা হয়, সেখানে মাদকের ছোবল থাকে না। তারা অনৈতিক কাজে ধাবিত হয় না। যে সুন্দর করে গান গাইতে পারে, সে মানুষ খুন করতে পারে না। আর সংস্কৃতির সঙ্গে যারা সম্পৃক্ত, তারা আদব–কায়দা, শিষ্টাচার, ভদ্রতা—এসব বিষয়ে অভ্যস্ত হয়। এ কারণেই ক্রীড়াচর্চার প্রয়োজন।

আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের মাঠে ৬৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করে রেজাউল করিম এসব কথা বলেন।

পড়াশোনার পাশাপাশি সংস্কৃতিচর্চার গুরুত্ব উল্লেখ করে রেজাউল করিম বলেন, ‘শিক্ষার্থীদেরকে শুধু পুঁথিগত শিক্ষা দিয়েই আদর্শ মানুষে পরিণত করা যায় না। ক্রীড়া, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যসহ আমাদের সব বর্ণাঢ্য অধ্যায়কে শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে হবে। সার্টিফিকেট অর্জন করে কেউই পরিপূর্ণ মানুষ হয় না। বর্তমানে সংস্কৃতিচর্চা খুব অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে যখন কোনো অনুষ্ঠান থাকে, সেই অনুষ্ঠানকে আমি সর্বাধিক গুরুত্ব দিয়ে সেখানে যেতে চাই। কারণ, একটি জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, সুযোগ্য জাতি হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের বিকল্প নেই। শিক্ষাবিহীন জীবন অন্ধকার জীবনের মতো।’

মার্চ মাসের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, মার্চ মাস বাঙালির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এ মাসের ১৭ তারিখ জন্মগ্রহণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালের ৭ মার্চ আমাদের মহান নেতা বিশ্বের বিস্ময়কর বক্তব্য দিয়ে গোটা জাতিকে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুত দিয়েছিলেন। ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নিরীহ বাঙালি জাতির ওপর অতর্কিতে হামলা চালিয়েছিল। ২৬ মার্চ বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ সৈয়দ আলী আযমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মো. আবদুল কাদের প্রমুখ।