গণসমাবেশ সফল করায় সিলেটবাসীর প্রতি বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ
সাধারণ মানুষের দাবি আদায়ে বিএনপির ডাকে পালিত সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করায় সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে জেলা বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে এ কৃতজ্ঞতা জানানো হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সিলেটের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বস্তরের নেতা-কর্মীরা পরিশ্রম করে এই সমাবেশকে বাস্তবায়ন করেছেন।
বিএনপিকে জনগণের দল উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, চলমান গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশে সাধারণ মানুষ বাঁধভাঙা জোয়ারের মতো অংশ নিয়ে গণসমাবেশকে জনসমুদ্রে পরিণত করেছেন। এ জন্য জেলা বিএনপি সিলেটবাসীর কাছে চিরকৃতজ্ঞ। গণসমাবেশে জনস্রোতে প্রমাণ করেছে সিলেটের মাটি বিএনপির ঘাঁটি। সিলেটবাসী প্রমাণ করে দিয়েছেন, তাঁরা আর এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় দেখতে চান না।
আগামী দিনেও বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে সিলেটবাসী বিএনপির সঙ্গে থাকবে বলে বিএনপির নেতারা বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করেছেন।