বেলকুচিতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল বিদ্যালয়ছাত্রের, আহত ৩

দুর্ঘটনার পর সড়কের পাশে পড়ে থাকা মোটরসাইকেলটি। আজ সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দক্ষিণ বানিয়াগাঁতী গ্রামের কবরস্থান ও ঈদগাহ মাঠের পাশে
ছবি: প্রথম আলো

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক বিদ্যালয়ছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ বানিয়াগাঁতী গ্রামের কবরস্থান ও ঈদগাহ মাঠের পাশের আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহান হোসেন উপজেলার বওড়া পশ্চিমপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম ও করুণা খাতুন দম্পতির ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। দুর্ঘটনায় আহত ৩ জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলো মোটরসাইকেলের যাত্রী উপজেলার বওড়া পশ্চিমপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে বিদ্যালয়ছাত্র সুজন হোসেন, একই গ্রামের আল আমিনের ছেলে আকাশ হোসেন এবং অপরজন হলো উপজেলার দক্ষিণ বানিয়াগাঁতী গ্রামের ফরিদুল ইসলামের ছেলে সাইকেলের চালক ও স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র জিহান ইসলাম (১২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে বেলকুচি উপজেলার বওড়া গ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে আঞ্চলিক সড়ক দিয়ে তিন বন্ধু সোহান, সুজন ও আকাশ বানিয়াগাঁতী গ্রামের দিকে যাচ্ছিল। সে সময় তাদের দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বাইসাইকেলকে ধাক্কা দিয়ে সড়ক থেকে অনেক দূরে গিয়ে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলটির চালক সোহানের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় অন্য তিনজনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদরে পাঠানো হয়েছে। মোটরসাইকেলটি থানায় রাখা হয়েছে।