রেললাইনের পাশে পড়ে ছিল এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ

লাশপ্রতীকী ছবি

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার জামালগঞ্জ রেলস্টেশনের উত্তর দিকের আউটার সিগন্যালের অদূরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

স্থানীয় ও রেল পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার জামালগঞ্জ রেলস্টেশনের উত্তর দিকের আউটার সিগন্যালের অদূরে স্থানীয় লোকজন রেললাইনের পাশে ক্ষতবিক্ষত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে জামালগঞ্জ স্টেশনমাস্টার ও সান্তাহার রেলওয়ে থানা-পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তবে কোন ট্রেনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন, সেটি কেউ জানাতে পারেননি। নিহত ব্যক্তির পরনে কালো প্যান্ট, মুখে দাড়ি ও মাথায় লম্বা চুল ছিল।

জামালগঞ্জের স্টেশনমাস্টার হাসিবুল ইসলাম বলেন, জামালগঞ্জ রেলস্টেশনের উত্তর দিকের আউটার সিগন্যালের অদূরে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার খবর পেয়েছেন। বিষয়টি সান্তাহার রেল পুলিশকে জানালে তারা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে নিয়ে গেছে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ওই ব্যক্তি কোন ট্রেনে কাটা পড়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।