কোটা সংস্কারের দাবিতে নোয়াখালীতেও বিক্ষোভ মিছিল-সমাবেশ
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের এক দফা দাবি এবং দেশের বিভিন্ন জায়গায় ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে হামলার প্রতিবাদে নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকেলে তাঁরা এসব কর্মসূচি পালন করেন।
কর্মসূচিকে ঘিরে বেলা তিনটা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের ফাঁকা জায়গায় জড়ো হতে শুরু করেন। বিকেল সাড়ে চারটার দিকে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের মোহাম্মদীয়া মোড়, সুধারাম থানা, টাউন হল মোড়, জামে মসজিদ মোড়, জিলা স্কুল এলাকা, প্রেসক্লাব ঘুরে একই স্থানে শেষ হয়েছে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আন্দোলনের নোয়াখালী অঞ্চলের অন্যতম সমন্বয়ক ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুনতাহা, শাওন প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, একটি দেশে ভবিষ্যৎ নির্মাণ হয় যাঁদের হাতে, তাঁরাই এখন বৈষম্যের শিকার। মেধাবীরা সব পর্যায়ে অবহেলিত হচ্ছেন। প্রশ্নপত্র ফাঁসের কারণে বিপাকে পড়ছেন। ফলে বাধ্য হয়ে বিদেশে পাড়ি দিতে হচ্ছে তাঁদের।
বক্তারা আরও বলেন, ‘আমরা কোটারও বিরুদ্ধে নই, সংবিধান অনুযায়ী কোটার সংস্কার চাই। যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না। প্রকৃতপক্ষে যারা অনগ্রসর জাতি রয়েছে, তাদের জন্য কোটা থাকবে। আমরা সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে একটি কমিশন গঠন করুন। কমিশন সবকিছু যাচাই-বাছাই করে এ বিষয়ে সুপারিশ করুক।’
শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালে নোয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহীন বিল্লাহর নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য সমাবেশস্থলে মোতায়েন ছিলেন। বিক্ষোভ মিছিলের সামনে-পেছনেও পুলিশের দুটি দল অবস্থান নেয়।