মতলব দক্ষিণে অপহরণের ৭২ ঘণ্টা পর শিশু আদিবার লাশ উদ্ধার

শিশু আদিবা ইসলামছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অপহরণের ৭২ ঘণ্টা পর আদিবা ইসলাম (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় উপজেলার পাঁচদোনা গ্রামের একটি পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এর আগে গত সোমবার বিকেল চারটার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে অপহৃত হয় শিশু আদিবা। সে উপজেলার পাঁচদোনা গ্রামের সৌদিপ্রবাসী আলাউদ্দিন ব্যাপারীর মেয়ে। এক ভাই ও দুই বোনের মধ্যে আদিবা তৃতীয়। সে স্থানীয় আধারা আইডিয়াল স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ ঘটনায় গতকাল বুধবার বিকেলে শিশুটির মা শামীমা আক্তার বাদী হয়ে মো. ইমন ও মো. ইয়াসিন নামে দুই প্রতিবেশীকে আসামি করে থানায় অপহরণের মামলা করেন। ইমন ও ইয়াসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা ট্রলার শ্রমিক হিসেবে কাজ করেন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, গ্রেপ্তার ইমন ও ইয়াসিনের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ বিকেলে পাঁচদোনা গ্রামে অপহৃত শিশুটির বাড়ির পাশে একটি পুকুরপাড়ে রাখা খড়কুটার নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের গলা ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ ও মারধর করে তাকে হত্যা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পূর্বশত্রুতার জেরে শিশুটিকে অপহরণ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে গ্রেপ্তার দুজন।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার বিকেলে শিশু আদিবা তার এক সহপাঠীর সঙ্গে বাড়ির পাশের মাঠে খেলা করছিল। তখন প্রতিবেশী ট্রলারশ্রমিক মো. ইমন ফুল দেওয়ার কথা বলে তাকে কিছুটা দূরে ডেকে নিয়ে অপহরণ করে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে গত মঙ্গলবার রাতে শিশুটির মা শামীমা আক্তার প্রাথমিকভাবে থানায় একটি জিডি করেন। পরে গতকাল দুজনকে আসামি করে মামলা করা হয়।