পরিত্যক্ত গোয়ালঘরে পাওয়া গেল তিন কোটি টাকার চারটি সোনার বার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রায় তিন কোটি টাকা মূল্যের সোনার চারটি বার (২ কেজি ৩৩৫ গ্রাম ) জব্দ করেছে । বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সদস্যরা উপজেলার হুদাপাড়া গ্রামের পরিত্যক্ত একটি গোয়ালঘর থেকে স্কচটেপে মোড়ানো বারগুলো উদ্ধার করেন। বিজিবির ভাষ্যমতে, সোনার বারগুলো ভারতে পাচারের জন্য রাখা হয়েছিল।
আজ শুক্রবার বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিবি ওই অভিযান পরিচালনা করে।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা দামুড়হুদা উপজেলাধীন হুদাপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে সোনার একটি চালান সীমান্তবর্তী একটি বাড়িতে পরিত্যক্ত গোয়ালে লুকিয়ে রাখা হয়েছে। পরে বিজিবির একটি দল সীমান্ত খুঁটি ৯৬/৪-এস থেকে ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে গোপনে অবস্থান নেয় এবং হুদাপাড়া গ্রামের রমজান আলী খানের ছেলে মো. হারুন খানের বাড়ির একটি পরিত্যক্ত গোয়ালঘরে অভিযান চালায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মো. হারুন খান পালিয়ে যান।
এ সময় গোয়ালঘর তল্লাশি করে সেখানে দুটি ব্যাগে স্কচটেপ মোড়ানো চারটি সোনার বার উদ্ধার করে। বর্তমান বাজারদর অনুযায়ী, ওই সোনার বারগুলোর মূল্য ২ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।
বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, এ ঘটনায় নায়েক মো. ইকবাল হোসেন বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা করেছেন। জব্দ করা সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।