হাতীবান্ধায় বিএনপির পদযাত্রায় হামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ

লালমনিরহাট জেলার মানচিত্র

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিএনপির ‘ইউনিয়নে ইউনিয়নে পদযাত্রা’ কর্মসূচিতে আওয়ামী লীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকালে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের জোড়াপুকুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে বিএনপির ছয়জন আহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির নেতারা।

আহত ব্যক্তিরা হলেন উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির সদস্যসচিব হুমায়ুন কবির (৫৫), বিএনপির কর্মী ছাদেকুল (৩০), মোহন (৩৫), আশরাফ আলী (৪০), সাফি (২৮), আমিনুর রহমান (৫৫) ও আজিজুল ইসলাম (৪৫)। তবে তাঁরা কেউ হাসপাতালে ভর্তি হননি।

ইউনিয়ন বিএনপির সদস্যসচিব হুমায়ুন কবির বলেন, ‘বিনা উসকানিতে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এটি গণতন্ত্রের জন্য অশনিসংকেত।’

এ বিষয়ে উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর জব্বার বলেন, বিএনপির নেতা-কর্মীরা জোড়াপুকুর এলাকায় জড়ো হতে থাকলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের প্রতিহত করেন।

এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারও আহত হওয়ার খবর তাঁর কাছে নেই। কেউ থানায় কোনো অভিযোগও করেননি।