বজ্রপাতে সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত, বিমান অবতরণ ব্যাহত

সৈয়দপুর বিমানবন্দর
ফাইল ছবি

বজ্রপাতে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় আজ সোমবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট নির্ধারিত সময়ের সাড়ে তিন ঘণ্টা পর অবতরণ করে। রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়ে বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই ছিল। দুপুরনাগাদ রানওয়ে মেরামত শেষ হয়েছে বলে সিভিল অ্যাভিয়েশন সূত্র জানিয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, রানওয়ে ঝুঁকিপূর্ণ হওয়ায় শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলাচলের শিডিউল বিপর্যয় হয়েছে। তবে অন্য বেসরকারি সংস্থার ফ্লাইটগুলোর চলাচল স্বাভাবিক রয়েছে।

সৈয়দপুর বিমানবন্দর সূত্র জানায়, গতকাল রোববার রাতে হঠাৎ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যায় এ অঞ্চলে। সে সঙ্গে চলে ঘন ঘন বজ্রপাত। বজ্রপাতে সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ড্যাশ-৮ ফ্লাইট সিগন্যাল না পেয়ে ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে নির্ধারিত সময়ে ছেড়ে আসেনি।

বিমানের জেলা ব্যবস্থাপক ফয়সাল কবির জানান, রানওয়ে মেরামত শেষে বিমানের ফ্লাইটটি ২টা ৫০ মিনিটে সৈয়দপুরে অবতরণ করে। পরে বেলা ৩টা ১১ মিনিটে ৬০ জন যাত্রী নিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বিমানটি বেলা ১১টায় সৈয়দপুরে আসার কথা ছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৈয়দপুরের ব্যবস্থাপক ফয়সাল কবীর জানান, বজ্রপাতের কারণে রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিমানবন্দর থেকে তাঁদের জানানো হয়। রানওয়েতে ফাটল থাকার কারণে ড্যাশ-৮ মডেলের বিমান অবতরণ করানো ঝুঁকিপূর্ণ। ফলে যাত্রীসহ সকালের ওই বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই অপেক্ষা করছে।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ বলেন, তিনি নিজে রানওয়ে মেরামত তদারক করছেন। আশা করছেন, দ্রুত কাজ শেষ হবে।