যাত্রীবাহী বাসে ছাত্রীকে উত্ত্যক্ত করায় চালকের সহকারীকে কারাদণ্ড
পিরোজপুরের মঠবাড়িয়ায় যাত্রীবাহী বাসে দশম শ্রেণির এক ছাত্রীকে (১৪) উত্ত্যক্ত করার ঘটনায় বাসের চালকের সহকারীকে (৩৫) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আবু সুফিয়ান ফকির (৩৫)। তিনি পিরোজপুরের কাউখালী উপজেলার জয়নাল ফকিরের ছেলে। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, আজ মঙ্গলবার সকালে আবু সুফিয়ান ফকিরকে কারাগারে পাঠানো হয়েছে।
বাসটি যাত্রীদের নামানোর জন্য থামলে কয়েক যাত্রী সেখানে থাকা পুলিশ সদস্যদের উত্ত্যক্তের ঘটনাটি জানান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল সকালে চট্টগ্রাম থেকে বরগুনার পাথরঘাটাগামী একটি বাসে ওই স্কুলছাত্রী ওঠে। মেয়েটির বাড়ি মঠবাড়িয়া উপজেলার সাপলেজা গ্রামে। সন্ধ্যার পর বাসের চালকের সহকারী আবু সুফিয়ান ফকির মেয়েটিকে উত্ত্যক্ত করতে থাকেন। একপর্যায়ে ঘটনাটি বাসের অন্য যাত্রীদের নজরে আসে। রাত আটটার দিকে বাসটি মঠবাড়িয়া পৌরসভার সামনে যাত্রীদের নামানোর জন্য থামে। এ সময় কয়েক যাত্রী সেখানে থাকা পুলিশ সদস্যদের উত্ত্যক্তের ঘটনাটি জানান। এরপর পুলিশ আবু সুফিয়ানকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। ইউএনও আবদুল কাইয়ূম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আবু সুফিয়ান ফকিরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।
ইউএনও আবদুল কাইয়ূম বলেন, আবু সুফিয়ান ফকির দোষ স্বীকার করার পর তাঁকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।