বগুড়ার শেরপুরে একই স্থানে বিএনপি-আ.লীগের পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা

প্রশাসন ১৪৪ ধারা জারি করায় সমাবেশ বাতিল করে বিএনপি ও আওয়ামী লীগ। বিএনপির মঞ্চের সামনে পুলিশ
ছবি: প্রথম আলো

বগুড়ার শেরপুর উপজেলার করতোয়া বাসস্ট্যান্ড এলাকায় একই স্থানে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ সমাবেশের আয়োজন করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ সময় ওই এলাকায় সব ধরনের মিছিল, সভা, সমাবেশ, মাইক বাজানো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। ১৪৪ ধারা বাস্তবায়নে আজ সকাল থেকে করতোয়া বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার বেলা তিনটার দিকে করতোয়া বাসস্ট্যান্ড চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল শেরপুর পৌর বিএনপি। সমাবেশের জন্য গতকাল রাতে মঞ্চ তৈরি করেছিল তারা। অন্যদিকে বিএনপির সমাবেশস্থলের ১০০ গজ দূরে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে স্থানীয় পৌর আওয়ামী লীগ।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ময়নুল ইসলাম বলেন, একই স্থানে এবং একই সময়ে দুটি রাজনৈতিক দলের সমাবেশকে ঘিরে দাঙ্গা–হাঙ্গামার সম্ভাবনা ছিল। শেরপুর থানা-পুলিশের এমন আবেদনের কারণে সমাবেশস্থলে এবং এর আশপাশের এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা চলবে।

শেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বলেন, জ্বালানি তেলসহ দ্রব্যমূলের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং সারা দেশের বিএনপির সমাবেশে হামলা ও দলীয় কর্মীদের হত্যার প্রতিবাদে আজ বেলা তিনটার দিকে এ সমাবেশের আয়োজন করেছিলেন তাঁরা। সমাবেশে শেরপুর শহরের প্রতিটি ওয়ার্ডের দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করায় সব প্রস্তুতি বাতিল করেছেন তাঁরা।

শেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন বলেন, বিএনপি-জামায়াত জোটের মিথ্যাচার, ষড়যন্ত্র, গুজব–সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আজ বেলা তিনটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে নিজেদের দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করেছিলেন তাঁরা। তবে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করায় তাঁরা কর্মসূচি পালন করবেন না।