সুনামগঞ্জে বেইলি সেতুর পাটাতন দেবে যান চলাচল বন্ধ

একটি বেইলি সেতুর পাটাতন দেবে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ভমভমি বাজার এলাকার
ছবি: প্রথম আলো

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার একটি বেইলি সেতুর পাটাতন দেবে গেছে। এতে সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল রোববার রাত ১০টার দিকে শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের ভমভমি বাজার এলাকার বেইলি সেতুর পাটাতন ভেঙে যায়। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখার সময় সেতুর পাটাতনের সংস্কারকাজ চলছিল।

ভমভমি এলাকার বাসিন্দা মনোরঞ্জন দাস বলেন, ভমভমি বেইলি সেতুর পাটাতন ভেঙে পড়ে সরাসরি যান চলাচল গতকাল রাত থেকেই বন্ধ রয়েছে। এতে লোকজন সীমাহীন দুর্ভোগে পড়েছেন।

সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলা অংশে ভমভমি বেইলি সেতু ও জগন্নাথপুর উপজেলা অংশে কাটাগাঁঙ্গ বেইলি সেতু। দুটি সেতুই ঝুঁকিপূর্ণ। এরই মধ্যে ৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সিলেট বিভাগের রানীগঞ্জ সেতুসহ আটটি সেতুর উদ্বোধন করেন। এতে রাজধানী ঢাকার সঙ্গে সুনামগঞ্জের সড়কের দূরত্ব কমে। ফলে এ পথে যান চলাচল বেড়ে যায়। এরই মধ্যে গতকাল রাতে ঝুঁকিপূর্ণ ভমভমি বেইলি সেতুর একটি পাটাতন দেবে গেছে।


জগন্নাথপুর উপজেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিম বলেন, আগে এই সড়কে কিছু মিনিবাস চলত। ৭ নভেম্বর থেকে বিভিন্ন কোম্পানির বড় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক প্রতিনিয়ত চলাচল করছে। এতে ঝুঁকিপূর্ণ দুটি বেইলি সেতু আরও ঝুঁকিতে পড়ে। শেষ পর্যন্ত একটি বেইলি সেতুর পাটাতন দেবে গেছে।

বেইলি সেতুর পাটাতন দেবে গেছে। সোমবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ভমভমি বাজার এলাকার
ছবি: প্রথম আলো

সুনামগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক বলেন, ভমভমি বেইলি সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের জন্য তত্ত্বাবধায়ক প্রকৌশলী সিলেট কার্যালয় থেকে আট কোটি টাকা ব্যয়ে আরসিসি সেতুর দরপত্র আহ্বান করা হয়েছে। সব প্রক্রিয়া শেষ করে এক মাসের মধ্যে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হবে। আপাতত বেইলি সেতুর পাটাতনে সংস্কারকাজ চলছে। আর কাটাগাঁঙ্গের ওপর ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের বিষয়টি প্রকল্পে অন্তর্ভুক্তির চেষ্টা চলছে।