যশোরে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে প্রেমিকসহ গ্রেপ্তার ৩
যশোর সদর উপজেলায় দলবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন এক তরুণী (১৯)। এ ঘটনায় চারজনকে আসামি করে যশোর কোতোয়ালি থানায় একটি ধর্ষণের মামলা করেছেন তিনি। এ মামলায় এজাহারভুক্ত তিনজনকে আজ শুক্রবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোতোয়ালি থানায় করা মামলা থেকেই জানা যায়, আসামিদের মধ্যে এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। গতকাল বৃহস্পতিবার বিকেলে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ওই যুবক তাঁকে বাড়ি থেকে কৌশলে বের করে আনেন। বিভিন্ন জায়গায় ঘোরানোর পর একটি খেতে নিয়ে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই যুবকসহ চারজন মিলে তাঁকে ধর্ষণ করেন। পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে যশোর কোতোয়ালি থানায় নেওয়া হয়। এরপর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন ভুক্তভোগী তরুণী। মামলার এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও বলেন, মেয়েটির সঙ্গে গ্রেপ্তার হওয়া এক যুবকের সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটার বাড়ি ঝিকরগাছা উপজেলায়। প্রেমিকের সঙ্গে দেখা করতেই মেয়েটি যশোর সদর উপজেলায় আসেন। সেখানেই প্রেমিক ও তাঁর বন্ধুরা মিলে তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।