বিআরটির ঢালাই কাজে ঢাকামুখী সড়কে যানজট

রাজধানীর বিমানবন্দর এলাকায় ঢাকামুখী সড়কে চলছে ঢালাই কাজ। এতে যানজট ছড়িয়ে পড়েছে গাজীপুর পর্যন্ত। আজ শনিবার দুপুর দেড়টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্টেশন রোড এলাকায়
ছবি: আল-আমিন

রাজধানীর বিমানবন্দর এলাকায় ঢাকামুখী সড়কে চলছে বিআরটি প্রকল্পের ঢালাইয়ের কাজ। এতে লেন সংকুচিত হয়ে যানবাহন চলাচল করছে ধীরগতি।  থেমে থেমে যানজট দেখা দিচ্ছে গাজীপুরের বোর্ডবাজার পর্যন্ত।

সড়কের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, বিমানবন্দর এলাকায় ঢাকামুখী সড়কে আজ শনিবার সকাল ৯টায় শুরু হয়েছে বিআরটি প্রকল্পের ঢালাইয়ের কাজ। এতে পাঁচ লেনের সড়কটি সংকুচিত হয়ে পড়েছে দুই লেনে। যানবাহনের স্বাভাবিক চলাচল চাপ তা ব্যাহত হচ্ছে। দুই লেনে গাড়ি চলছে ধীরগতিতে। কখনো কখনো সৃষ্টি হচ্ছে যানজট। বিমানবন্দর থেকে যানজট তৈরি হচ্ছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার পর্যন্ত। নির্দিষ্ট সময় গন্তব্যে যেতে না পেরে ভোগান্তিতে পড়েছে মানুষ।

আবদুল্লাহপুর ট্রাফিক পুলিশ বক্সের পরিদর্শক সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘মূলত ঢালাইয়ের কাজের কারণে লেন সংকুচিত হয়ে যানজট দেখা দিয়েছে। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি যানচলাচল স্বাভাবিক রাখতে। কাজ শেষ হয়ে গেলেই আবার স্বাভাবিক গতি ফিরে আসবে।’

বেলা ১টার দিকে গিয়ে দেখা যায়, বিমানবন্দর পদচারী সেতুর একটু সামনেই ঢাকামুখী সড়কে চলছে ঢালাই দেওয়ার কাজ। কয়েকটি নিরাপত্তা বেষ্টনী দিয়ে লাইন আলাদা করে যানবাহন ছাড়া হয়েছে দুই লেনে। যানবাহন চলছে খুব ধীরগতিতে। যানবাহন অনেকক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকায় অনেকে যাত্রী হেঁটে রওনা দিয়েছেন গন্তব্য। বেলা তিনটার দিকেও সড়কে থেমে থেমে গাড়ি চলছে।

উওরার আজমপুর এলাকায় কথা হয় মো. রাজ্জাক নামের এক যাত্রীর সঙ্গে। তিনি দীর্ঘক্ষণ যানজটে আটকে থেকে ক্লান্ত। তাঁর বাসা গাজীপুরের ভোগড়া এলাকায়। তিনি বলছিলেন, ‘বেলা ১১টায় বাসা থেকে বের হইছি মহাখালীর উদ্দেশে। এখন বাজে প্রায় ১টা। তবুও গন্তব্য যেতে পারলাম না। জায়গাটা দূরে হওয়ার হেঁটে যাওয়ারও উপায় নেই।’