নৌকার খাদিজাতুলকে এবার মাঠে থাকতে বললেন নেতারা

খাদিজাতুল আনোয়ার

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খাদিজাতুল আনোয়ারকে সরে যেতে হচ্ছে না। আজ রোববার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, তিনি মাঠে থাকবেন।

কেন্দ্র থেকে ফোন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে খাদিজাতুল আনোয়ারের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী আজ রাত আটটার দিকে প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রীয় নেতারা ফোন করে জানিয়েছেন, এখন নৌকার প্রার্থীর সরে যাওয়ার আর সুযোগ নেই। দলের সবাই নৌকার প্রার্থীর জন্য কাজ করবে।’

অবশ্য এর আগে গতকাল শনিবার নাজিম উদ্দিন মুহুরী প্রথম আলোকে বলেছিলেন, ‘কেন্দ্র ও জেলার নেতারা ফোন করে নৌকার প্রার্থীর পরিবর্তে একতারার প্রার্থীর পক্ষে আমাদের কাজ করার নির্দেশনা দিয়েছেন। কিন্তু কীভাবে কী করব, তা এখনো ঠিক করা হয়নি।’

সরে না যাওয়ার বিষয়ে জানতে খাদিজাতুল আনোয়ারকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। অবশ্য আজও তিনি প্রচারণা চালিয়ে গেছেন।

নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় আওয়ামী লীগের এক নেতা জানান, ব্যালটে খাদিজাতুল আনোয়ারের নাম থাকবে। এ মুহূর্তে তাঁর সরে যাওয়ার সুযোগ নেই। তাই খাদিজাতুলকে না সরতে বলেছেন।

সর্বশেষ দুই সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে দলীয় প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। দলের প্রার্থীর পরিবর্তে বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীকে নৌকা প্রতীকে সমর্থন দেওয়া হয়েছিল। এবার তাঁকে সমর্থন না দিয়ে সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

অবশ্য শুরু থেকে আলোচনা ছিল আওয়ামী লীগ এবার নিবন্ধন পাওয়া বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারীকে সমর্থন দেবে।

১৮ ডিসেম্বর আনুষ্ঠানিক প্রচার শুরুর পর থেকে প্রতিদিনই নির্বাচনী এলাকায় প্রচার ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন খাদিজাতুল আনোয়ার। এর মধ্যে গত বুধবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বিএসপির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ। এর পর থেকে আওয়ামী লীগের সমর্থন কার পক্ষে যাচ্ছে, তা নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়।