গৌরনদীতে বাসচাপায় অজ্ঞাতনামা যুবক নিহত

দুর্ঘটনার পর যাত্রীবাহী বাস ফেলে এর চালক পালিয়ে যান। আজ দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ইল্লা এলাকায়
ছবি: প্রথম আলো

বরিশালের গৌরনদীতে বাসচাপায় অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর। নিহত ব্যক্তির পরনে একটি শার্ট ও জিনস প্যান্ট ছিল।

পুলিশ জানায়, ওই যুবক মোটরসাইকেল চালিয়ে কালকিনি থেকে গৌরনদীর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশাল এক্সপ্রেসের একটি বাস ওই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেলে ওই যুবক ঘটনাস্থলে মারা যান।

এদিকে দুর্ঘটনার পর যাত্রীবাহী বাস ফেলে এর চালক পালিয়ে যান। পরে গৌরনদী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ বেলাল হোসেন বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।