বরিশালে ক্লাস ফাঁকি দিয়ে টিকটক, ৩ ছাত্রীকে ছাড়পত্র
বরিশালে ক্লাস ফাঁকি দিয়ে টিকটক ভিডিও তৈরির অভিযোগে নবম শ্রেণির তিন ছাত্রীকে ছাড়পত্র দিয়েছে একটি বিদ্যালয়। নগরের হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। ১৮ আগস্ট বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়ার পর তাদের অভিভাবকদের ডেকে এসব ছাড়পত্র দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফখরুজ্জামান আজ সোমবার দুপুরে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘ওই তিন শিক্ষার্থীর বিরুদ্ধে বিদ্যালয়ের নির্ধারিত পোশাক (ইউনিফর্ম) পরে ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি এবং টিকটক ভিডিও বানানোর অভিযোগ পাওয়া যায়। এরপর কয়েকজন অভিভাবক এসব ভিডিও প্রমাণ হিসেবে আমাদের কাছে সরবরাহ করেন। পরে এসব ভিডিও যাচাই-বাছাই করে শিক্ষক কাউন্সিলে তাদের ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।’
প্রধান শিক্ষক বলেন, ‘বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ এবং অন্যান্য শিক্ষার্থীর মধ্যে যাতে এমন প্রবণতা ছড়িয়ে না পড়ে, সে জন্য আমাদের এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। একই সঙ্গে অভিভাবকদের ডেকে ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে তিনজনকে ভিন্ন ভিন্ন বিদ্যালয়ে ভর্তির জন্য পরামর্শ দেওয়া হয়েছে। আমার জানামতে, ওই তিন ছাত্রীই অন্য বিদ্যালয়ে নতুন করে ভর্তি হয়ে গেছে।’
নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের নবম শ্রেণিতে পাঠদান করা কয়েকজন শিক্ষক বলেন, ওই তিন শিক্ষার্থীর বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পড়াশোনা এবং পরীক্ষার ফলাফলের সার্বিক মান সন্তোষজনক ছিল না।