বান্দরবান-রাঙামাটি সড়কে তিন দিন ফেরিঘাটে ফেরি পারাপার বন্ধ থাকবে

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ফেরিঘাটে ফেরি চলাচল বিঘ্ন ঘটছে কর্ণফুলীর নাব্যতা সংকটের কারণে। নদীর তলদেশে ড্রেজিং ও ফেরি সংস্কারের প্রয়োজনে আগামী তিনদিন বন্ধ থাকবে ফেরি চলাচলফাইল ছবি

বান্দরবান-চন্দ্রঘোনা-রাঙামাটি সড়কে আগামীকাল রোববার সকাল ৬টা থেকে টানা তিন দিন কর্ণফুলী নদীর চন্দ্রঘোনা ফেরিঘাটে ফেরি চলাচল বন্ধ থাকবে। এ তিন দিন বিকল্প সড়ক হিসেবে বাঙ্গালহালিয়া-রাঙ্গুনিয়া (সুখবিলাস-কালিন্দিরানী সড়ক হয়ে) যানবাহন চলাচল করতে পারবে। রাঙামাটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রকৌশলীরা আজ শনিবার বিকেলে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

চন্দ্রঘোনা ফেরিঘাটে কর্ণফুলী নদীর তলদেশ ভরাট হওয়ায় ও নদীতে পানি কমে যাওয়ায় ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ফেরি চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। নদীর তলদেশে ফেরির পন্টুন আটকে গিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে সওজের যান্ত্রিক বিভাগের সহকারী প্রকৌশলী রনেল চাকমা জানিয়েছেন। ফেরি পারাপার নিরবচ্ছিন্ন ও নিরাপদ করার জন্য তলদেশ খনন করতে হলে ফেরিঘাট কমপক্ষে তিন দিন বন্ধ রাখা দরকার। এ ছাড়া ফেরির পন্টুনও এ সময়ে মেরামত করতে হবে।

সহকারী প্রকৌশলী রনেল চাকমা আরও বলেন, চন্দ্রঘোনায় আজ রাত ১২টার পর থেকে ফেরিঘাট মেরামতের প্রস্তুতির কাজ শুরু হবে। কাল ভোর থেকে মেরামতের কাজ পুরোদমে চলবে। একই সঙ্গে নদীর তলদেশ খনন (ড্রেজিং) ও ফেরির মেরামতকাজ শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে। যত দ্রুত সম্ভব কাজ শেষ করে ফেরি চলাচল শুরু করা হবে। তবে জোয়ার-ভাটার ওপর কাজের অগ্রগতি নির্ভর করছে। জোয়ারের সময় পানি ফুলে উঠলে কাজ করা যায় না। এ জন্য মঙ্গলবার পর্যন্ত এক দিন অতিরিক্ত কাজের সময়সীমা রেখে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সওজ রাঙামাটির জারি করা চন্দ্রঘোনা ফেরি চলাচল বন্ধের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ফেরি পারাপার বন্ধ থাকবে। এ সময়ে ফেরি পারাপারের যানবাহন বান্দরবান থেকে বাঙ্গালহালিয়া ও রাঙ্গুনিয়া সড়ক হয়ে চলাচল করতে পারবে।

রাঙামাটি সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. আদনান ইবনে হাসান বলেছেন, ফেরি চলাচল বন্ধের ব্যাপারে ২৭ ফেব্রুয়ারি থেকে গণবিজ্ঞপ্তি জারি করে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। রাঙামাটি-বান্দরবান সড়কে সরাসরি যানবাহন চলাচলে এটি অনিবার্য সাময়িক সমস্যা বলে সবাইকে সহযোগিতার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।