বিএনপি খড়কুটাকে ভেলা ভেবে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে: আবদুর রহমান

ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি সমাবেশ’ প্রধান অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান। শনিবার বিকেলে শহরের শেখ রাসেল স্কোয়ারে
ছবি: প্রথম আলো

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান বলেছেন, বিএনপি অকূল পাথারে পড়ে গেছে। তাই এখন তারা খড়কুটাকে ভেলা ভেবে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে। এ জন্যই তারা কখনো নুরুল হক আবার কখনো হিরো আলমের ওপর ভর করছে। মহাবিপদে পড়লে এমন দশাই হয়।

‘দেশব্যাপী বিএনপির নৈরাজ্য ও অশান্তি তৈরির প্রতিবাদে’ ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি সমাবেশ’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আজ শনিবার বিকেলে শহরের হাসিবুল হাসান লাবলু সড়কের উত্তর পাশে শেখ রাসেল স্কোয়ারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের প্রস্তুতি এখন থেকে নেওয়ার আহ্বান জানিয়ে আবদুর রহমান বলেন, ‘ওরা (বিএনপি) পদযাত্রা করুক, রথযাত্রা করুক কিংবা দোলনায় চড়ে নাচানাচি করুক—তা আমাদের দেখার বিষয় নয়, আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে এমন কোনো শক্তি নেই, যারা আমাদের সামনে দাঁড়াতে পারে। এ জন্য আমাদের সব ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে।’

জেলা আওয়ামী লীগের কোন্দলের দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের এই কেন্দ্রীয় বলেন, ভাই ভাইয়ের মধ্যে ঠোকাঠুকি থাকতে পারে, থাকতে পারে ভুল–বোঝাবুঝি। তবে তিনিই স্বার্থক অভিভাবক, যিনি সবার সঙ্গে কথা বলেন, ঐক্যবদ্ধ করে সব সমস্যার উত্তরণ ঘটাতে পারেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে তিনি বলেন, সবাইকে ডেকে আলাদা আলাদা কথা বলেন, সবাইকে সুন্দর একটি ছাতার নিচে নিয়ে আসুন।

সমাবেশে সভাপতির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। প্রধান অতিথির আগে দেওয়া বক্তব্যে আসন্ন ইউপি নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এক শহরে বাস করি, ভাই ভাই হিসেবে থাকি। যাঁরা দলীয় মনোনয়ন চেয়েছেন, তাঁদের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। কেন্দ্র থেকে যাঁকে মনোনীত করবে, তাঁর পক্ষে কাজ করতে হবে। যদি কেউ বিদ্রোহী প্রার্থী হতে চান, তাহলে বুঝব, তিনি আওয়ামী লীগে ঢুকে আওয়ামী লীগের ক্ষতি করছেন। এ ক্ষেত্রে আগে বিদ্রোহী দমন করব, তারপর বিএনপি–জামায়াত দেখব।’

সভাপতির এ বক্তব্যের প্রসঙ্গ তুলে আবদুর রহমান বলেন, ‘আমি সভাপতির এ বক্তব্যের সঙ্গে একমত। তবে শুধু ইউপি নির্বাচনেই নয়, সব নির্বাচনেই বিদ্রোহীদের দমন করতে হবে। তাহলে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ফরিদপুরের চারটি আসনে জয় লাভ করবে।’

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক।

অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল ব্যানার্জি ও ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান ও অমিতাভ বোস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক মোল্লা ও সাধারণ সম্পাদক শামসুল আলম, শহর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান প্রমুখ।

সমাবেশ সঞ্চালনা করেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ ওরফে পিয়ার ও প্রচার সম্পাদক নিয়াজ জামান।