বগুড়ায় প্রকাশ্যে হাত কেটে নেওয়ার পর কুপিয়ে কলেজশিক্ষককে হত্যা

বগুড়া জেলার মানচিত্র

বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রকাশ্যে এক কলেজশিক্ষকের হাত কেটে নেওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার শাবরুল মাথাইলচাপড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষকের নাম শাহজালাল পারভেজ (৪৫)। তিনি উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল এলাকার বাসিন্দা এবং সদর উপজেলার কৈচর টেকনিক্যাল অ্যান্ড বিএমটি কলেজের প্রভাষক ছিলেন।

শাহজালালের পরিবারের অভিযোগ, পূর্ববিরোধের জেরে সন্ত্রাসী সাগর বাহিনীর সদস্যরা অতর্কিত হামলা চালিয়ে শাহজালালকে খুন করেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ সকালে মোটরসাইকেল চালিয়ে বগুড়া শহরে যাচ্ছিলেন শাহজালাল পারভেজ। এ সময় মাথাইলচাপড় এলাকায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। তারা শাহজালালকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সাগর বাহিনীর প্রধান সাগর এখন জেলে। কারা এ হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে। লাশের ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।