মোহনপুরে বাসের ধাক্কায় ভাই নিহত, বোন আহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজশাহীর মোহনপুরে ভ্যানে বাসের ধাক্কায় শিশুসহ দুজন নিহত এবং বাবা ও মেয়ে আহত হয়েছেন। আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলার সইপাড়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ভ্যানচালক মোহনপুর উপজেলার হাটরা গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে সিরাজুল ইসলাম (৪০) এবং ভ্যানের যাত্রী বড়াইল গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে মো. আবদুল্লাহ (৯)। এ ঘটনায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন নিহত আবদুল্লাহর বাবা আবদুল কুদ্দুস (৩৫) ও বোন নাফিজা (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মোহনপুর উপজেলার বড়াইল গ্রামের আবু তালেব তাঁর ছেলে আবদুল কুদ্দুস ও নাতি-নাতনিদের নিয়ে মোহনপুর উপজেলার একদিতলা হাটে পান বিক্রি করতে যান। পান বিক্রি শেষে তাঁরা রাজশাহী-নওগাঁ মহাসড়ক দিয়ে কেশরহাটের দিকে ভ্যানযোগে বাড়িতে ফিরছিলেন। এমন সময় সইপাড়া এলাকায় বাগমারার ভবানীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস তাঁদের ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও ভ্যানের এক যাত্রী ঘটনাস্থলে নিহত এবং আরও দুজন আহত হন। এ ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন।

এ বিষয়ে মোহনপুর থানার পরিদর্শক মো. আছের আলী বলেন, ঘটনার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা খারাপ হওয়ায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।