কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ও তাঁর স্ত্রী সাম্মিয়ারা পারভীন
ছবি: সংগৃহীত

প্রায় ৬৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও তাঁর স্ত্রী সাম্মিয়ারা পারভীনের (৪২) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার বিকেলে দুদক সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ায় সহকারী পরিচালক নীল কমল পাল বাদী হয়ে মামলাটি করেন।

আতাউর রহমান কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের চাচাতো ভাই। আতাউরের স্ত্রী সাম্মিয়ারা কুষ্টিয়া ৪ নম্বর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁরা বর্তমানে কুষ্টিয়া পৌরসভার ম আ রহিম সড়কের বাসিন্দা।

মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়, সাম্মিয়ারা পারভীন তাঁর স্বামী আতাউর রহমানের সহায়তায় ৬৩ লাখ ৬৬ হাজার ৫৭৪ টাকার অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন এবং তা দখলে রেখেছেন। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের ২০০৪–এর ২৬/(২) ও ২৭ (১) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে দুদকের সহকারী পরিচালক নীল কমল পাল প্রথম আলোকে বলেন, আইন মোতাবেক তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।