রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত
রংপুরের গঙ্গাচড়ায় শেখ হাসিনা সেতুতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আজ রোববার সকালে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন দুর্ঘটনায় দুজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর গ্রামের আখের মিয়ার ছেলে শাহ আলম (২০) এবং একই গ্রামের সাইদুল ইসলামের ছেলে ওয়াজেদ মিয়া (১৬)। গুরুতর আহত হয়েছেন ওই গ্রামের চান মিয়ার ছেলে হাসান মিয়া (১৮)। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা তিনজনেই মোটরসাইকেল আরোহী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তরুণেরা একটি মোটরসাইকেলে করে লালমনিরহাটের কাকিনা থেকে রংপুরের গঙ্গাচড়ার মহিপুরের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে পাথর নেওয়ার জন্য ঢাকা থেকে একটি ট্রাক বুড়িমারীর দিকে যাচ্ছিল। গঙ্গাচড়ার শেখ হাসিনা সেতুর মাঝামাঝি এলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে পড়ে গুরুতর জখম হন। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁদের দ্রুত রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীটারী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদি বলেন, প্রায় দিনই সেতুতে দুর্ঘটনা ঘটছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন বলেন, ট্রাক ও মোটরসাইকেল দুটি থানায় নিয়ে আসা হয়েছে। দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। আহত ব্যক্তির অবস্থাও আশঙ্কাজনক। দুজনের মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে রয়েছে। তবে ট্রাকচালক ও তাঁর সহযোগী পলাতক।