পঞ্চগড়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
পঞ্চগড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে পঞ্চগড় পৌরসভার একটি মহল্লা থেকে তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় লোকজন।
গতকাল রাতে ভুক্তভোগী শিশুটির পরিবার পঞ্চগড় সদর থানায় শরিফুলের বিরুদ্ধে মামলা করে। শিশুটিকে চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শরিফুল ইসলাম পেশায় একজন অটোরিকশাচালক। প্রায় পাঁচ বছর আগে স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। তখন থেকেই তিনি একা থাকেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে শিশুটি বাড়ির বাইরের উঠোনে খেলছিল। তার মা বাড়িতে গৃহস্থালির কাজ করছিলেন। প্রতিবেশী শরিফুল কৌশলে শিশুটিকে তাঁর ঘরে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির কান্নার আওয়াজ শুনে তার মা শরিফুলের ঘরের কাছে যান। এ সময় শরিফুল ঘর থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা শরিফুলকে ধরতে গেলে তিনি ইট ছোড়েন। এতে শিশুটির বাবা আহত হন। একপর্যায়ে স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়েন শরিফুল।
শিশুটির বাবা বলেন, ‘শরিফুলের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। আমার এত ছোট মেয়েটার সঙ্গে সে কেন এমন ঘটনা ঘটাল, কিছুই বুঝতে পারছি না। আমি প্রতিবাদ করে ধরতে গেলে শরিফুল ইট দিয়ে আমার মাথায় আঘাত করে। আমি এই ঘটনার বিচার চাই।’
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক আবদুল কাদির বলেন, শিশুটি মানসিকভাবে বড় ধরনের আঘাত পেয়েছে। ধর্ষণের বিষয়ে আলামত সংগ্রহ করা হয়েছে এবং প্রাথমিকভাবে কিছুটা পজিটিভ ফলাফল পাওয়া গেছে। তবে মেডিকেল বোর্ডের মাধ্যমে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। বর্তমানে শিশুটির চিকিৎসা চলছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করা হবে।