গণহত্যার ইতিহাস গবেষণায় দক্ষতা বাড়াতে বরিশালে কলেজশিক্ষকদের প্রশিক্ষণ
মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাদের গণহত্যার ইতিহাসকে নতুন প্রজন্মের মধ্যে তুলে ধরা এবং গণহত্যা নিয়ে শিক্ষকদের গবেষণায় দক্ষতা বাড়াতে বরিশালে সরকারি-বেসরকারি কলেজের শিক্ষকদের প্রশিক্ষণ কোর্স চলছে। ‘১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের’ অধীন গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণাকেন্দ্র এই প্রশিক্ষণের আয়োজন করেছে।
সরকারি বরিশাল কলেজের শিক্ষক মিলনায়তনে গত ১৭ জুন থেকে শুরু হওয়া ‘গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সে দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি-বেসরকারি কলেজের ৩৯ জন শিক্ষক অংশ নিয়েছেন। সপ্তাহের শুক্র ও শনিবার এ কোর্সের ক্লাস অনুষ্ঠিত হয়। আগামী ৫ আগস্ট এ প্রশিক্ষণ কোর্স শেষ হবে।
আয়োজকেরা জানান, এই প্রশিক্ষণের নামকরণ করা হয়েছে ‘গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১’ শীর্ষক ১০ম পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণ (পিজিটি) কোর্স। এই আয়োজনে যৌথভাবে পাশে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এই প্রশিক্ষণ কোর্সে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। ‘১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’টি খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় অবস্থিত।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, এই প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষক হিসেবে পাঠদান কার্যক্রমে মুক্তিযুদ্ধের পটভূমি, বঙ্গবন্ধু ও বাংলাদেশ, দেশ পরিচয়, বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা, যুদ্ধ শুরু ও প্রাথমিক প্রতিরোধ, মুজিবনগর সরকার, গণহত্যা-নির্যাতন গবেষণা পদ্ধতি ও পাণ্ডুলিপি প্রণয়ন, মুক্তিযুদ্ধের স্থানীয় ইতিহাস চর্চা, মুক্তিযুদ্ধে পরাশক্তির ভূমিকা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: নুরেমবার্গ থেকে বাংলাদেশ, মুক্তিযুদ্ধে শরণার্থী এবং গণহত্যা, বধ্যভূমি, গণকবর ও জেলা জরিপের অভিজ্ঞতা ইত্যাদি বিষয়ের ওপর বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণের বিভিন্ন সেশনে পাঠদান করাচ্ছেন ইতিহাসবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু অধ্যাপক মুনতাসির মামুন, জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের ‘বাংলাদেশ চেয়ার’ (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রফেসরিয়াল ফেলোশিপ) ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী হারুন অর রশিদ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালের বঙ্গবন্ধু অধ্যাপক ও প্রখ্যাত ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমান, মুক্তিযোদ্ধা ও গবেষক কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও ১০ম পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণ কোর্সের প্রধান সমন্বয়ক মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণাকেন্দ্র থেকে গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ নিয়ে নিয়মিত প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধের ইতিহাস রচনায় প্রশিক্ষিত গবেষক তৈরি, গবেষণা পদ্ধতি সম্পর্কে ধারণা ও একাত্তরের গণহত্যার সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যে এর আগে খুলনা, দিনাজপুর, কুমিল্লা, বরিশাল, ঢাকা ও যশোরে এই কোর্স পরিচালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় আবারও বরিশালে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।
মো. মনিরুজ্জামান বলেন, ‘প্রশিক্ষণ শেষে আমরা দেশের বিভিন্ন এলাকার গণহত্যার কিছু অজানা বিষয় নতুন গবেষকদের মাধ্যমে তুলে আনতে পারব, যা পরবর্তী সময় বই আকারে প্রকাশিত হবে। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনায় আরও একধাপ অগ্রগতি সাধিত হবে।’