মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী আহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সিলেটে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আহত হয়েছেন। গতকাল ব‌ুধবার রাত ১০টার দিকে সিলেট বিমানবন্দর সড়কে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ছাত্রী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ‌চি‌কিৎসাধীন।

আহত ছাত্রীর নাম মোবেশ্বেরা সুলতানা। তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।

হাসপাতালে চিকিৎসাধীন মোবেশ্বেরা সুলতানাকে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দেখতে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ ও প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল।

হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মোবেশ্বেরা সুলতানা তাঁর এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে যান। সিলেট বিমানবন্দর সড়কে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। এতে তিনি গুরুতর আহত হন। মাথা, কোমর ও পায়ে তিনি প্রচণ্ড আঘাত পেয়েছেন।

প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল বলেন, ছাত্রীটি মারাত্মকভাবে আহত হয়েছেন। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর চিকিৎসার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।