সংস্থাটির সভাপতি আফসানা ইমরোজ বলেন, রেলের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলনকারী মহিউদ্দিন রনির সঙ্গে তাঁরা একাত্মতা ঘোষণা করে দিনাজপুরেও অবস্থান কর্মসূচি পালন করছেন। যত দিন রেলওয়ের ব্যবস্থাপনা ঠিক না হবে, কালোবাজারিদের বিরুদ্ধে স্টেশন চত্বরে এ অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তাঁরা।
দিনাজপুর রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট জিয়াউর রহমান বলেন, জাগ্রত সমাজকল্যাণ সংস্থার সদস্যরা গতকাল থেকে স্টেশনে সকাল-বিকেল অবস্থান করছেন। তাঁরা টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের টিকিট প্রাপ্তি নিশ্চিত করতে ভালো ভূমিকা রেখেছেন। বৃহস্পতিবার সকালে সব কটি ট্রেনের ২৫ জুলাইয়ের টিকিট দেওয়া হয়েছে। টিকিট পেয়ে যাত্রীরাও খুশি হয়েছেন। দিনাজপুর রেল কর্তৃপক্ষ আন্তরিকতার সঙ্গে যাত্রীসেবা নিশ্চিত করতে কাজ করছে।