মানিকগঞ্জে মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আদালতের রায়
প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় মাদক ব্যবসার দায়ে মুন্নাফ হোসেন (৩৯) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ সোমবার দুপুরে আদালতের বিচারক জ্যেষ্ঠ দায়রা জজ জয়শ্রী সমদ্দার এ সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত মুন্নাফ হোসেন উপজেলার কালীনগর বাইমাইল গ্রামের আক্তার ব্যাপারীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (২০১৮) মামলা হয়।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৯ মার্চ দুপুরে মাদকদ্রব্য কেনাবেচার খবর পেয়ে উপজেলার শিবপুর গ্রামে যান সিঙ্গাইর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) ওবাইদুর রহমানসহ পুলিশের একটি দল। এরপর মুন্নাফ হোসেনকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন, ১৮৫টি ইয়াবাসহ মাদক বিক্রির ২৯ হাজার ৮৪০ টাকা উদ্ধার করা হয়।

ওই দিন এসআই ওবাইদুর বাদী হয়ে মুন্নাফকে আসামি করে সিঙ্গাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি ধারায় একটি মামলা করেন। ওই বছরের ৩ এপ্রিল তদন্ত কর্মকর্তা আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। এ মামলায় মোট আটজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুস সালাম এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী হুমায়ুন কবীর।

পিপি আবদুস সালাম বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি ধারায় মামলা হয়। একটি ধারায় হেরোইন এবং অপর ধারায় ইয়াবা উদ্ধারের বিষয় আছে। সব সাক্ষীর সাক্ষ্য এবং প্রাপ্ত তথ্য–উপাত্তের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়। ১০০ গ্রাম হেরোইন উদ্ধারের ঘটনায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ইয়াবা উদ্ধারের ঘটনায় এক বছর কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। দুটি সাজা একসঙ্গে চলবে।