অটোরিকশায় টেম্পোর ধাক্কা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ দুজন নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার নাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী যাত্রী।

নিহত ছাত্রীর নাম রেহানা আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগ থেকে সদ্য স্নাতকোত্তর পরীক্ষা দিয়েছেন। নিহত অপর ব্যক্তির নাম মুহাম্মদ পারভেজ। রেহানা ও পারভেজ দুজনই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অটোরিকশাটিকে অতিক্রম করতে গিয়ে একটি টেম্পো ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।

রেহানা আক্তার হাটহাজারী উপজেলার চৌধুরীহাট সন্দ্বীপ কলোনির জাকির হোসেনের মেয়ে। তিনি ওই সিএনজিতে করে ফটিকছড়িতে মামার বাড়ি যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। আর পারভেজের বাড়ি ফটিকছড়ির নারায়নহাট ইউনিয়নের কুলালপাড়ায়। তিনি সেখানকার মুহাম্মদ ইউসূফের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে ফটিকছড়ি সদরের দিকে যাচ্ছিল। পাশ দিয়ে এটিকে অতিক্রম করতে চেয়েছিল যাত্রীবাহী একটি টেম্পো। এ সময় অটোরিকশার ডান পাশে টেম্পোর ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালকের ডান পাশে বসে থাকা পারভেজের একটি হাত বিচ্ছিন্ন হয়ে সড়কে পড়ে যায়। পরে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়। একই ঘটনায় রেহানা আক্তারও প্রাণ হারান। এ ঘটনায় রেহেনার পাশে থাকা কাজলি দাশ (৫০) নামের এক নারী আহত হয়েছেন।

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহত ছাত্রীর মামা বাদী হয়ে মামলা করেছেন। ইতিমধ্যে টেম্পোচালককে গ্রেপ্তার করা হয়েছে।