পটিয়ায় ভাইস চেয়ারম্যান পদের জন্য বাতিল কেন্দ্রে ভোটের অপেক্ষা

চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিতদের বেছে নিতে বাতিল হওয়া ভোটকেন্দ্রের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। এই দুই পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যবধান কম হওয়ার কারণে বাতিল হয়ে যাওয়া পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এখানে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাজেদা বেগম শিরু এবং ভাইস চেয়ারম্যান পদে আবু সালেহ মুহাম্মদ শাহরিয়ার এগিয়ে রয়েছেন।

গতকাল বুধবার এখানে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে রাত ১২টার পর ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আরিফুল ইসলাম। মোট ১২৮টি কেন্দ্রের মধ্যে ১২৭টির ফল ঘোষণা করা হয়। ভোট চলাকালে ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যাওয়ায় পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটির ভোট গ্রহণ বেলা ১১টার দিকে বাতিল করা হয়। এখানে মোট ভোট ৩ হাজার ৬১৫টি।

গতকাল রাতে ঘোষিত ফলাফলে দেখা যায়, চেয়ারম্যান পদে দোয়াত–কলম প্রতীক নিয়ে দিদারুল আলম ৫৬ হাজার ৫৪১ ভোটে জয়লাভ করেছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুহাম্মদ হারুনুর রশিদ আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬ হাজার ১৪২ ভোট। ভাইস চেয়ারম্যান পদে আবু সালেহ মুহাম্মদ শাহরিয়ার (উড়োজাহাজ) ২৩ হাজার ৮৫০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বই প্রতীকের এমদাদুল হাসান পেয়েছেন ২৩ হাজার ৭৩ ভোট। ব্যবধান ৭৭৭ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম (শিরু) ২৪ হাজার ৮৯৪ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজেদা বেগম প্রজাপতি প্রতীক নিয়ে পান ২৪ হাজার ৭৩১ ভোট। ভোটের ব্যবধান ১৬৩।
সহকারী রিটার্নিং কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, ভোটের ব্যবধান কম হওয়ায় বাতিল হওয়া কেন্দ্রের পুনরায় ভোট হতে হবে। এরপর এই দুই পদে কে নির্বাচিত হচ্ছেন, তা বলা যাবে।

এদিকে বোয়ালখালীতে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. জাহেদুল হক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শফিক। চন্দনাইশ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জসিম উদ্দীন আহমেদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী।