পটিয়ায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলার ঘটনায় ৫ জন গ্রেপ্তার
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণায় হামলা, গাড়ি ভাঙচুর ও মারামারির ঘটনায় প্রজ্ঞা জৌতি বড়ুয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ প্রথম আলোকে বিষয়টি স্বীকার করেন। আজ রোববার ভোরে পটিয়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। জানা যায়, গ্রেপ্তার প্রজ্ঞা জৌতি বড়ুয়া পটিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থক।
উল্লেখ্য, গতকাল শনিবার সকালে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর কুসুমপুরা ইউনিয়নে নির্বাচনী প্রচারণার শুরু করেন। এ সময় কুসুমপুরা শান্তির হাট ও পান্নাপাড়ায় এলাকায় দুই দফায় হামলা চালানো হয়। হামলা স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর গাড়ি ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় হুইপ সামশুল হক চৌধুরী নৌকার সমর্থকদের দায়ী করেছেন।