নড়াইলে বিনা মূল্যে চিকিৎসাসেবা পেলেন ১ হাজার ৮০০ রোগী

নড়াইল সদর উপজেলার আর বি এফ এম ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল রোগীদের বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়ছবি: প্রথম আলো

নড়াইল সদর উপজেলায় বিনা মূল্যে ১ হাজার ৮০০ রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার আরবিএফএম ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। সন্ধ্যা পর্যন্ত এই কার্যক্রম চলে।

নড়াইলের শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে এখানে ২১ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্যসেবা দেন। এই কার্যক্রমে সহযোগিতা করে ফারাজ হোসেন ফাউন্ডেশন। খবর শুনে শীতের সকালে নড়াইল সদর উপজেলার ভবানীপুর, রায়খালী, দারিয়াপুর, ফুলশ্বর, মাথাভাঙ্গাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসেন মানুষজন। বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে খুব খুশি তাঁরা। এখানে আন্তরিক সেবা পেয়ে অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রায়খালী থেকে আসা গৃহবধূ রিতা বিশ্বাস বলেন, ‘শরীরের বিভিন্ন স্থানে ব্যথা নিয়ে ডাক্তার দেখাতে আসছি। খুব সুন্দর পরিবেশে বিনা মূল্যে ডাক্তার দেখিয়েছি, পাশাপাশি ওষুধও পেয়েছি। অনেক ভালো লাগছে।’

নড়াইল পৌরসভার বরাশুলা থেকে স্ত্রীকে নিয়ে এসেছেন মৃত্যুঞ্জয় রায়। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিনা মূল্যে এত ভালো সেবা পাওয়া যাবে, এটা ভাবতে পারিনি। আমার স্ত্রীকে খুব ভালোভাবে একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখেছেন, বিনা মূল্যে ওষুধও দিয়েছেন। একই সঙ্গে আরও কোনো বড় চিকিৎসার প্রয়োজন হলে পরবর্তী সময় দেওয়ার আশ্বাস দিয়েছেন।’

আয়োজক সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় স্তব্ধ হয়ে গিয়েছিল দেশের মানুষ। দুই বন্ধুকে ছেড়ে আসতে অস্বীকৃতি জানানোয় জঙ্গিদের হাতে নৃশংসভাবে নিহত হন ফারাজ আইয়াজ হোসেন। সাহসী এই তরুণের নামে ফারাজ হোসেন ফাউন্ডেশন গড়েছে তাঁর পরিবার।

ফারাজ হোসেন ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২০১৭ সালের ৩ ডিসেম্বর। ফারাজ আইয়াজ হোসেন বন্ধুত্ব, সাহস ও মানবিকতার যে নিদর্শন দেখিয়েছিলেন, সেই অনুভূতি ধারণ ও লালন করে মানুষের পাশে দাঁড়িয়েছে তাঁর নামে গড়া ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যাদুর্গত এলাকায় খাদ্যসহায়তা প্রদান, হতদরিদ্র রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা, ওষুধ দেওয়াসহ সারা দেশে নানা মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় নড়াইলে এই আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ আয়োজনের প্রশংসা করেন প্রধান অতিথি নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। তিনি বলেন, ‘এটি একটি চমৎকার উদ্যোগ। এমন একটি কাজে অংশ নিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

নড়াইল সদর উপজেলার আর বি এফ এম ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল রোগীদের বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। ছবি: প্রথম আলো
ছবি: প্রথম আলো

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, বাংলাদেশ সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য শরীফ আশরাফউজ্জামান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এস এম সাজ্জাদ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, শরীফ শামীম আতিক, শরীফ জাহাঙ্গীর আতিক প্রিন্স, কাজী ইসমাইল হোসেন প্রমুখ।