সিলেটে ভাষার মাস বরণে বর্ণমালার মিছিল
স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণের অক্ষরকে প্ল্যাকার্ড বানিয়ে ভাষার মাস বরণ করতে ব্যতিক্রমী বর্ণমালার মিছিল করেছে সিলেটের সম্মিলিত নাট্য পরিষদ। আজ শনিবার বেলা ১১টার দিকে নগরের কিনব্রিজ-সংলগ্ন সারদা স্মৃতি ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
বর্ণমালার মিছিলে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির কেন্দ্রীয় পরিষদের সদস্য শামসুল বাসিত শেরো, প্রবীণ সাংবাদিক আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক অরিন্দম দত্ত (চন্দন), পরিচালক অর্ধেন্দু কুমার দাশ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, নাট্যব্যক্তিত্ব খোয়াজ রহিম (সবুজ), বাচিকশিল্পী সুমন্ত গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
মিছিল শেষে নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এ পর্ব সঞ্চালনা করেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ। সভায় বক্তারা ভাষা আন্দোলনের চেতনা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সবশেষে নৃত্যশিল্পী বিপুল শর্মার পরিচালনায় ছন্দ–নৃত্যালয়ের শিল্পীদের দলীয় পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
আয়োজকেরা জানিয়েছেন, ১২ বছর ধরে ধারাবাহিকভাবে তাঁরা সিলেটে বর্ণমালার মিছিল করে আসছেন। এ ছাড়া সংগঠনটি ৪০ বছর ধরে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সিলেটের নাট্য ও সাংস্কৃতিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।