লালমনিরহাটে ছাগলছানা পান করছে কুকুরের দুধ

লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনাহাটে ছাগলছানারা পান কুকুরের দুধছবি: প্রথম আলো

লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনাহাট এলাকার আহমেদ হাবিবের বাড়ির উঠানে কয়েক দিন ধরে দেখা যাচ্ছে অন্যরকম দৃশ্য। সেটি হলো, কুকুরের দুধ পান করছে কয়েকটি ছাগলের ছানা। এমন ঘটনা নিয়ে এলাকায় বেশ আলোচনা চলছে। অনেকে এই বাড়িতে ভিড় করছেন, ছবি তুলছেন এবং ভিডিও করছেন।

আজ মঙ্গলবার সরেজমিনে ছাগলছানাদের দুধ পান করতে দেখা গেল। আহমেদ হাবিব বলেন, তাঁর বাড়িতে ১৬টি ছাগল আছে। এর মধ্যে পাঁচটি ছাগলের ছানা হয়েছে। ছাগলছানার সংখ্যা ১১। একই সময়ে বাড়ির কুকুরটি কয়েকটি ছানার জন্ম দেয়। ছাগলের ছানাগুলো পর্যাপ্ত দুধ পান করতে পারছিল না। একপর্যায়ে তারা কুকুরের দুধ পান করতে শুরু করে। এখন ছাগলের ছানাগুলো ক্ষুধা লাগলেই কুকুরটির কাছে চলে যায় এবং দুধ পান করে।

কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, কুকুরটি ছাগলছানাগুলোকে যেভাবে মাতৃস্নেহে দুধ পান করাচ্ছে, তা সত্যি অবাক হওয়ার মতো ঘটনা। দুধ সব বাচ্চার জন্য উপকারী। এর নেতিবাচক কোনো দিক নেই।

কাকিনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাহির তাহু বলেন, মা কুকুরের সঙ্গে ছাগলের ছানাগুলোর মধুর সম্পর্কের বিষয়টি বিরল ঘটনা। এ থেকে অনেক কিছু শেখার আছে।