গভীর রাতে ট্রাকে আগুন, চালকের আসনে ঘুমন্ত সহকারী মারা গেলেন দগ্ধ হয়ে

অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি

কিশোরগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন লেগে ঘুমিয়ে থাকা চালকের সহকারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার সতাল এলাকায় ট্রাকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। দগ্ধ চালকের সহকারী আজ বুধবার বেলা দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।

মারা যাওয়া ব্যক্তির নাম মো. সাইমন (১৮)। তিনি সতাল এলাকার লোকমান মিয়ার ছেলে। তিনি আগুন লাগা ট্রাকটির চালক কাঞ্চন মিয়ার সহকারী ছিলেন। সেই সঙ্গে ট্রাকটি তাঁর মামা হারিছ মিয়ার।

ট্রাকের মালিকের ছেলে নাঈম মিয়া জানান, সাইমন তাঁর ফুফাতো ভাই। তিনি তাঁদের ট্রাকে চালকের সহকারী হিসেবে কাজ করতেন। প্রতিদিন রাতে জেলা পরিষদের সামনে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে ট্রাকটি রাখা হয়। সকালে আবার এখান থেকে ভাড়ায় অন্যত্র যায় ট্রাকটি। মঙ্গলবার রাতে ট্রাকটির চালক কাঞ্চন মিয়া বাড়ি চলে গেলে সাইমন চালকের আসনে ঘুমান। রাত আনুমানিক দেড়টার দিকে হঠাৎ ট্রাকটিতে আগুন ধরে যায়। এ সময় ভেতরে ঘুমিয়ে থাকা সাইমন গুরুতর দগ্ধ হন।

জেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারি বলেন, গভীর রাতে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তবে সেখানে পৌঁছার পর দেখেন, এলাকাবাসী আগুন নিভিয়ে দগ্ধ চালকের সহকারীকে ট্রাক থেকে টেনে বের করছেন। সাইমন নামের ওই তরুণকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইমন মারা গেছেন বলে জানা গেছে।

আবুজর গিফারি আরও বলেন, কী কারণে আগুন লেগেছে, সেটার প্রকৃত কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, কয়েল অথবা সিগারেটের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে।