রাউজানে গরুচোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

গণপিটুনিপ্রতীকী ছবি

চট্টগ্রামের রাউজানে গরুচোর সন্দেহে গণপিটুনি দিয়ে মো. রবিউল হোসেন (৩৬) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হোয়ারাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দুপুরে পুলিশ স্থানীয় মোবারক খালের পূর্ব পাশে খোলা জমি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। নিহত রবিউল চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকার নুরুল আলমের ছেলে। বিকেলে পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, স্থানীয় টিপু বড়ুয়া নামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিলেন রবিউল। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাঁকে ধরে ফেলেন। পরে পটিয়ে হত্যা করে লাশ বিলের মাঝখানে ফেলে রাখেন তাঁরা।

রাউজান থানা-পুলিশ জানায়, নিহত রবিউলের বিরুদ্ধে আগে ডাকাতি, চুরি, অস্ত্রসহ চারটি মামলার তথ্য পাওয়া গেছে।

জানতে চাইলে রাউজানের পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক দীপ্তেশ রায় প্রথম আলোকে বলেন, রবিউল ওই এলাকা থেকে একটি গরু চুরি করে পালিয়ে যাচ্ছিলেন। ওই সময় জনতা তাঁকে ধরে ফেলে গরুটি উদ্ধার করেন। পরে তাঁকে পিটিয়ে হত্যা করেন গ্রামবাসী।