সিলেটে করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু

করোনা ভাইরাস
প্রতীকী ছবি

সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা এবং তাঁর বয়স ৯১ বছর। তিনি ডায়াবেটিস, কিডনি রোগসহ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। বিভাগে এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ২৪১ জনের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টার করোনাসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৩৯ জনের করোনা পরীক্ষা করে ১২ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। আক্রান্তের হার ৮ দশমিক ৬৩ শতাংশ। বিভাগে ২০২০ সালের ১০ মার্চ থেকে এ পর্যন্ত করোনা শনাক্ত করা হয়েছে ৬৭ হাজার ২১১ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৫ হাজার ৫৪১ জন।

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মিজানুর রহমান বলেন, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি অন্য নানা রোগে আক্রান্ত ছিলেন।

জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন জন্মেজয় দত্ত বলেন, সিলেটে করোনা সংক্রমণের হার বাড়ছে। এ ছাড়া সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা কমেছে। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহারের প্রতি গুরুত্ব দিয়ে তিনি বলেন, করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং মাস্ক ব্যবহার করতে হবে। এ ছাড়া সাবান–পানি দিয়ে হাত পরিষ্কার করতে হবে। টিকা নিলেও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।