সিলেটে সমাবেশের মঞ্চ প্রস্তুত, ঝড়–বৃষ্টিতে কর্মসূচি বিঘ্ন

বিএনপির রোডমার্চ শেষে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ হবে। এরই মধ্যে সমাবেশের মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে
ছবি: আনিস মাহমুদ

সরকার পতনের এক দফা দাবিতে কিশোরগঞ্জের ভৈরব থেকে শুরু হওয়া বিএনপির রোডমার্চ কর্মসূচি সিলেটে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে। নগরের আলিয়া মাদ্রাসা মাঠে মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। রোডমার্চ শেষে বিকেলে এখানে সমাবেশ হবে। এরই মধ্যে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।

তবে বেলা ৩টা ৩৯ মিনিটে সিলেটে ব্রজপাত ও ঝোড়ো বৃষ্টি শুরু হয়। বেলা ৩টা ৫৫ মিনিটে এ প্রতিবেদন লেখার সময় বৃষ্টির বেগ বাড়ছিল। বৃষ্টি শুরু হলে মাঠে থাকা নেতা-কর্মীরা দৌড়ে আশপাশে আশ্রয় নেন। অন্যদিকে বিএনপির জ্যেষ্ঠ নেতারা মঞ্চে আশ্রয় নেন। মঞ্চে এখন ৬০ থেকে ৭০ জন নেতা-কর্মী আছেন।

আরও পড়ুন

জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘জাতীয় সংগীতের মধ্য দিয়ে আমরা কর্মসূচি শুরু করার প্রস্তুতি নিয়েছিলাম, এরই মধ্যে তীব্র বৃষ্টি শুরু হয়। বৃষ্টি কমলেই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে।’

আজ বৃহস্পতিবার দুপুরে ভৈরব থেকে সিলেটের উদ্দেশে রোডমার্চ কর্মসূচির উদ্বোধন করা হয়। সেখানে সভা শেষে দুপুর ১২টার দিকে রোডমার্চের গাড়িবহর সিলেটের উদ্দেশে রওনা হয়। গাড়িবহর ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে পৌঁছানোর পর একটি সমাবেশ হয়। এখন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মৌলভীবাজারের শেরপুরে আরও দুটি সমাবেশ শেষে রোডমার্চ সিলেটে পৌঁছাবে।

ভৈরবে ‘রোডমার্চ’ কর্মসূচির উদ্বোধনী সমাবেশে বিএনপি নেতা–কর্মীদের একাংশ
ছবি: প্রথম আলো

বেলা সোয়া দুইটার দিকে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে গিয়ে দেখা গেছে, পাঁচটি ট্রাকের মধ্যে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। আশপাশে নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন-প্ল্যাকার্ড সাঁটিয়েছেন। সেখানে সরকার পদত্যাগের আহ্বান-সংবলিত বার্তা লেখা। সমাবেশস্থলের আশপাশে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন আছেন।

বিএনপির নেতারা জানান, সিলেটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথির বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ ছাড়া দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেবেন। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য দেবেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। এ ছাড়া সমাবেশ শুরুর আগে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সদস্যরা জাতীয় সংগীত, দলীয় সংগীতের পাশাপাশি বিভিন্ন উদ্দীপনামূলক গান পরিবেশন করবেন।

আরও পড়ুন

জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বেলা পৌনে তিনটার দিকে প্রথম আলোকে বলেন, সমাবেশ সফল করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ধীরে নেতা-কর্মীরাও খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন। চারটার মধ্যেই মাঠ ও আশপাশে লাখো মানুষের জমায়েত ঘটবে বলে তিনি আশাবাদী।

এদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে মঞ্চ নির্মাণসহ সমাবেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আলিয়া মাদ্রাসা মাঠে যান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী এবং জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সিলেটে বেলা ৩টা ৩৯ মিনিটে ব্রজপাত ও ঝোড়ো বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পর মাঠে থাকা নেতা-কর্মীরা দৌড়ে আশপাশের স্থাপনায় আশ্রয় নেন। বৃহস্পতিবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে
ছবি: প্রথম আলো

বিএনপির নেতারা জানিয়েছেন, গত সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সরকারের পদত্যাগের দাবিতে ১২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করে বিএনপি। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এ কর্মসূচি আগামী ৩ অক্টোবর শেষ হবে। এ সময়ের মধ্যে দলটি রোডমার্চ, সমাবেশ, দোয়া মাহফিল, পেশাজীবী ও শ্রমজীবী কনভেনশন, জনসমাবেশ, মহিলা সমাবেশ, কৃষক সমাবেশসহ নানা কর্মসূচি পালন করবে। এরই অংশ হিসেবে আজ ভৈরব-ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট পথে রোডমার্চ করছে বিএনপি।

আরও পড়ুন