গুরুদাসপুরে পদযাত্রা থেকে ফেরার পথে বিএনপির দুই নেতার ওপর হামলার অভিযোগ

হামলা
প্রতীকী ছবি

নাটোরের গুরুদাসপুরে পদযাত্রা কর্মসূচি থেকে বাড়িতে ফেরার পথে বিএনপির স্থানীয় দুই নেতার ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ভাঙামসজিদ এলাকায় ওই ঘটনা ঘটে। বিএনপির নেতা–কর্মীদের দাবি, গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিনের নেতৃত্বে এ হামলা হয়েছে।

আহত দুই নেতা হলেন—গুরুদাসপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম (৫৫) ও উপজেলার ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন কাওছার (৪৫)।

গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আবদুল আজিজ অভিযোগ করে বলেন, ধারাবারিষা ইউনিয়ন বিএনপির পক্ষে বিন্নাবাড়িবাজারে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়। দলীয় কর্মসূচি শেষে নেতা-কর্মীরা বাড়ি ফেরার পথে ভাঙামসজিদ এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ নেতা আবদুল মতিনের নেতৃত্বে ১৫-২০টি মোটরসাইকেলে ৩০-৪০ জনের একটি দল তাঁদের ওপর হামলা চালায়। ওই সময় অন্যরা পালিয়ে গেলেও শহিদুল ইসলাম ও শাহিন কাওছারকে আওয়ামী লীগের নেতা–কর্মীরা বেধড়ক মারধর করেন।

একপর্যায়ে শহিদুল ইসলাম ও শাহিন কাওছার অচেতন হয়ে সড়কের ওপর পড়ে থাকলে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে তাঁদের নিরাপত্তার কারণে হাসপাতালে না রেখে বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছে বলে দাবী করেন আবদুল আজিজ।

তবে অভিযোগ অস্বীকার করে আবদুল মতিন মুঠোফোনে বলেন, হামলার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। তবে বিএনপির আহত কর্মীরা আওয়ামী লীগের শান্তি মিছিলের রোষানলে পড়তে পারেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।