সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য নজির হোসেনের ইন্তেকাল

নজির হোসেন
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেন (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকার উত্তরায় নিজ বাসায় তিনি মারা যান।

নজির হোসেন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

জেলা বিএনপির সহসভাপতি নাদীর আহমেদ জানান, আজ বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের পুরোনো বাসস্টেশন এলাকায় দলীয় কার্যালয়ের সামনে নজির হোসেনের জানাজা অনুষ্ঠিত হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গ্রামের বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার শাহপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ননজির হোসেনকে দাফন করা হবে।

নজির হোসেন সুনামগঞ্জ-১ আসন (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা) থেকে ১৯৯১ সালে কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৩ সালে তিনি বিএনপিতে যোগ দেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে দ্বিতীয়বার ও ২০০১ সালে তৃতীয়বার এই আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

নজির হোসেন ১৯৪৯ সালের ৪ ফেব্রুয়ারি জেলার বিশ্বম্ভরপুর উপজেলার শাহপুর গ্রামে জন্মগ্রহণ করেন।