বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী বাউরেস বার্ষিক গবেষণা অগ্রগতি কর্মশালা শুরু হবে আগামীকাল ১৮ মার্চ। এবারের কর্মশালার প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘ভূমি, খাদ্য ও ভবিষ্যতের জন্য টেকসই এবং স্মার্ট কৃষি’। উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক মানদণ্ড ‘এইচ-ইনডেক্স’ অনুযায়ী ১৭ জনকে সম্মানজনক ‘গ্লোবাল রিসার্চ ইমপ্যাক্ট রিকোগনাইজেশন অ্যাওয়ার্ড’ দেওয়া হবে। এর মধ্যে সর্বোচ্চ স্কোরধারী ৫ জন এবং অনুষদভিত্তিক একজন করে সিনিয়র, জুনিয়র শিক্ষকসহ মোট ১২ জন পাবেন পুরস্কার।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা অগ্রগতি কর্মশালা ২০২১-২২ সময়কালে গবেষণা প্রকল্পের কার্যক্রম সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাউরেসের পরিচালক মো. জয়নাল আবেদীন। শুক্রবার সকাল ১০টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) সম্মেলনকক্ষে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় বাউরেসের কার্যক্রম সম্পর্কে জয়নাল আবেদীন জানান, বাকৃবিতে গবেষণা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে ১৯৮৪ সালে বাউরেস প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৩ হাজার ৮৭৪টি গবেষণা প্রকল্পের কাজ হয়েছে। বর্তমানে একই সঙ্গে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে ৬৩২টি গবেষণা প্রকল্পের কাজ চলছে। এ ছাড়া গত এক বছরে দেশি ও বিদেশি বিভিন্ন সাময়িকীতে মোট ৫৩৪টি গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে।
বাউরেসের বার্ষিক গবেষণা অগ্রগতি কর্মশালা সম্বন্ধে তিনি বলেন, ওই কর্মশালায় মোট ১৮টি টেকনিক্যাল সেশন ও দুটি পোস্টার সেশন অনুষ্ঠিত হবে। এসব সেশনে ৫৩৯টি গবেষণা প্রকল্পের ফলাফল উপস্থাপন করা হবে। এর মধ্যে রয়েছে ৩৮৫টি মৌখিক ও ১৫৪টি পোস্টার উপস্থাপনা। উপস্থাপিত গবেষণা প্রকল্পগুলোর মধ্যে টেকনিক্যাল সেশনভিত্তিক ১ জন করে মোট ১৮ জন এবং প্রতিটি পোস্টার সেশন থেকে ৩ জন করে মোট ৬ জনকে সেরা উপস্থাপকের পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি কৃষিতে বিশেষ অবদান রাখার জন্য খামার পর্যায়ে ৬ জন কৃষককে প্রফেসর ড. আশরাফ আলী খান স্মৃতি কৃষি পুরস্কার দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিচালিত গবেষণাগুলো উন্নত মানের ইমপ্যাক্ট ফ্যাক্টর–বিশিষ্ট সাময়িকীতে প্রকাশনা বাবদ ২৩ জনকে সর্বমোট ৮ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা দেওয়া হবে।
বাউরেসের পরিচালকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশের সিনিয়র টেকনিক্যাল উপদেষ্টা কাতারজিনা জাপলিনা। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য লুৎফুল হাসান।
সংবাদ সম্মেলনে বাউরেসের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা পরেশ কুমার শর্মা বলেন, এবার গবেষণা কার্যক্রম পরিচালনা করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ৯ কোটি ৬০ লাখ টাকা দিয়েছে। পাশাপাশি এ বছরই প্রথমবারের মতো কোনো বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে সিটি ব্যাংক লিমিটেড ৪ কোটি টাকা দিয়েছে। হাওর ও চর অঞ্চলের কৃষি উন্নয়নের গবেষণার জন্য এই অর্থ দেওয়া হয়েছে।