গাজীপুরে পুড়েছে ৬টি ঝুটের গুদাম, তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
গাজীপুর নগরের বাবুর্চি মোড় এলাকায় ঝুটের গুদামে আগুন লেগেছে। আজ বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে ছয়টি ঝুটের গুদাম পুড়ে গেছে।
এ সম্পর্কে ঘটনাস্থল থেকে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ‘বাবুর্চি মোড় এলাকায় ঝুটের গুদামে আগুন লেগেছে। আমাদের মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল সোয়া নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি।’
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ছয়টার দিকে নগরের আমবাগ বার্বুচি মোড়ে একটি ঝুটের গুদামে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। প্রথমে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেন তাঁরা। পরে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সকাল সোয়া নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ছয়টি ঝুটের গুদাম পুড়ে গেছে।