টঙ্গীতে পুলিশের হেফাজতে থাকা ডেসটিনির গোডাউনে আগুন

সকাল ৯টার দিকে গোডাউনের ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখেন স্থানীয় লোকজন। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে এমএলএম প্রতিষ্ঠান ডেসটিনির একটি পরিত্যক্ত গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় টঙ্গীর মিলগেট এলাকার মিলগেটের ন্যাশনাল টিউব রোডের ওই গোডাউনে এ দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হোসেন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি, উত্তরার একটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে একযোগে কাজ করছে। এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আদালতের নির্দেশে গত আগস্ট থেকে গোডাউনটি দেখভালের দায়িত্ব পালন করছে গাজীপুর মহানগর পুলিশ। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে একতলার ওই গোডাউনের ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখেন স্থানীয় লোকজন। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

গাজীপুর মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশে সারা বাংলাদেশে ডেসটিনির সব সম্পত্তি সরকারিভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সূত্রে গত আগস্ট থেকে টঙ্গীর এই গোডাউন দেখভালের দায়িত্ব পায় গাজীপুর মহানগর পুলিশ। পুরো গোডাউনটি প্রায় সাড়ে ৯ একর জায়গায় অবস্থিত। এর ভেতরে পুরোনো কার্টন, ওষুধ, টিভি, রেফ্রিজারেটরসহ নানা পণ্য ছিল। গোডাউনের মূল ফটকে নিয়মিত পুলিশ পাহারা ছিল। এর মধ্যেই হঠাৎ আজ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।