ফল স্থগিত ময়মনসিংহ-৩ আসনের ৮ কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি স্বতন্ত্র প্রার্থীর

ভোট কারচুপির অভিযোগে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার সংবাদ সম্মেলন। আজ সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবেছবি: প্রথম আলো

ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের ফল স্থগিত রয়েছে। গোলযোগের কারণে একটি কেন্দ্রের ভোট বাতিল হওয়ায় ফল স্থগিত রয়েছে। ওই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হবে বলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।

তবে ভোট জালিয়াতি ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগ তুলে আটটি কেন্দ্রে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থীর সোমনাথ সাহা। আজ সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই দাবি জানান। সোমনাথ সাহা গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এখানে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন নিলুফার আনজুম। তিনি গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।  

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ-৩ আসনে ৯২টি কেন্দ্রের মধ্যে ৯১টি কেন্দ্রের ফল পেয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এতে দেখা যায়, নৌকা প্রতীকে নিলুফার আনজুম পেয়েছেন ৫৩ হাজার ১৯৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। দুই প্রার্থীর মধ্যে প্রাপ্ত ভোটের ব্যবধান ৯৮৫টি। ৯২টি কেন্দ্রের মধ্যে ভালুকাপুর সরকারি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। এ কেন্দ্রের ভোট ৩ হাজার ৩২টি। যে কারণে এ কেন্দ্রে পুনরায় নির্বাচন হবে।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা বলেন, আওয়ামী লীগের প্রার্থীর লোকেরা ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট আটটি কেন্দ্রে ভোট জালিয়াতি ও ব্যালট ছিনতাইয়ের মাধ্যমে নৌকার পক্ষে ভোট দিয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনের কাছেও জানানো হয়েছে। এসব ভোট জালিয়াতির ছবি ও ভিডিও তাঁর হাতে রয়েছে। তিনি আটটি কেন্দ্রের ভোট বাতিল করে পুনরায় নির্বাচন চান।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার ভোট চলাকালে উপজেলার গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গোলযোগের খবর পাওয়া যায়। গোবিন্দ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তরা জোর করে ভোট দিতে গেলে ভোট সাময়িক বন্ধ রাখা হয়। পরে সহকারী রিটার্নিং কর্মকর্তা নাহিদুল করিম গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করলে আবারও ভোট শুরু হয়। এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তামজিদুর রহমান আজ সোমবার মুঠোফোনে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি কারা গোলযোগ করেছে, সে বিষয়ে কিছু বলতে রাজি হননি। ভালুকাপুর কেন্দ্রে বেলা দুইটার দিকে দুর্বৃত্তরা ব্যালট ছিনিয়ে নেয়। এতে ভোট বন্ধ হয়ে যায়।

রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী আজ বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গৌরীপুরের শুধু একটি কেন্দ্রে (ভালুকাপুর) ব্যালট ছিনতাইয়ের অভিযোগ পাওয়ায় ভোট গ্রহণ বাতিল করা হয়েছে। এ ছাড়া অন্য কোনো কেন্দ্রে কোনো ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে নির্বাচনে নৌকার প্রার্থীর হয়ে কাজ করা গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, এসব অভিযোগ ভুয়া। আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা কোথায় কোনো গোলযোগ করেনি। বরং স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার পক্ষে গোলযোগ করা হয়েছে।