ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ প্রথম আলোকে বলেন, ১৪ মার্চ এক তরুণ ও এক তরুণী ভুয়া নাম, ঠিকানা ও পরিচয় দিয়ে নিরালা গেস্টহাউসে ওঠে। এরপর তরুণীর গলা কেটে হত্যা করে লাশ বাথরুমে রেখে পালিয়ে যায় ওই তরুণ। আজ বেলা সাড়ে ১১টার দিকে গেস্টহাউসের এক কর্মী ওই কক্ষ পরিষ্কার করতে গিয়ে দেখেন বাথরুমে গলাকাটা অবস্থায় তরুণীর লাশ পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি শাহ কামাল আকন্দ আরও বলেন, হোটেল থেকে ওই তরুণীর একটি ঠিকানা পাওয়া গেছে। তবে এটি সঠিক কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।