জুলাই আন্দোলনে হামলার অভিযোগে রুয়েটে কর্মকর্তাকে পুলিশে সোপর্দ

জুলাই আন্দোলনে হামলার অভিযোগে রুয়েটের কর্মকর্তা মো. মামুন-অর-রশিদকে পুলিশে সোপর্দ করা হয়েছেছবি: সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ রোববার দুপুরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ওই কর্মকর্তার নাম মো. মামুন-অর-রশিদ। তিনি রুয়েটের নিরাপত্তা শাখার সেকশন অফিসার। তাঁর বিরুদ্ধে নগরের বোয়ালিয়া মডেল থানায় গত ৫ আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মামলা আছে।

রুয়েট সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট নগরের আলুপট্টি মোড়ের স্বচ্ছ টাওয়ারের সামনে ছাত্র–জনতার ওপর হামলার সঙ্গে প্রশাসনের কিছু শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততার অভিযোগ ওঠে। সেই ঘটনায় মামুন-অর-রশিদের বিরুদ্ধে একটি মামলা হয়। পরে আজ বেলা সাড়ে ১১টার দিতে তাঁকে রুয়েটের কেন্দ্রীয় গ্রন্থাগারে অফিসকক্ষ থেকে আটক করা হয়। পরে স্থানীয় মতিহার থানা-পুলিশের কাছে তাঁকে সোপর্দ করে প্রশাসন। মতিহার থানা-পুলিশ যাচাই–বাছাই করে বোয়ালিয়া থানায় মামলা থাকায় তাঁকে সেখানে হস্তান্তর করে।

রুয়েটের নিরাপত্তা শাখার সহকারী পরিচালক মো. জালাল উদ্দীন বলেন, থানায় মামলা হওয়ায় একজনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। তবে প্রশাসন হস্তান্তর করেনি। তাঁর বিরুদ্ধে মামলা থাকায় পুলিশ তাঁকে নিয়ে গেছে।

নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, রুয়েট থেকে মামুন-অর-রশিদ নামে একজনকে মতিহার থানায় হস্তান্তর করা হয়। বোয়ালিয়া থানায় মামলা থাকায় তাঁকে এখানে হস্তান্তর করা হয়েছে। পরে সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।