বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানিকে হত্যার অভিযোগ

কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

কুমিল্লার তিতাসে বাকিতে সিগারেট না দেওয়ায় মানিক মিয়া (৩২) নামের এক দোকানি ছুরিকাঘাতে খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় তিতাস উপজেলার কানাইনগর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া মানিক মিয়া কুমিল্লার তিতাস উপজেলার কানাইনগর গ্রামে গ্রামের মো. মোখলেছুর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে কানাইনগর গ্রামে মানিকের দোকানে একই গ্রামের নায়েব আলীর ছেলে বাহাউদ্দিন সিগারেটের জন্য যান। কিন্তু বাকিতে সিগারেট না দিতে চাওয়ার একপর্যায়ে মানিক ও বাহাউদ্দিনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। ওই সময় মানিকের দোকানে রেফ্রিজারেটরের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে বাহাউদ্দিনের নাক দিয়ে রক্ত বের হয়। পরে তিনি বাড়িতে এসে তাঁর ভাই জালালসহ ৩-৪ জনকে নিয়ে মানিকের দোকানে যান। এ সময় তাঁরা মানিকের ওপর হামলা চালান এবং মানিককে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

মানিক মিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে, হামলার পার মানিককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস বলেন, ‘খুন হওয়ার ঘটনা শুনেছি। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’