নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলে দম্পতির

নওগাঁর হাপানিয়া বাজার এলাকায় ট্রাকের চাপায় নিহত দম্পতির স্বজনদের আহাজারি
ছবি: সংগৃহীত

নওগাঁয় মহাদেবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই দম্পতির মেয়েসহ দুই শিশু আহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার হাপানিয়া বাজার এলাকায়  রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দম্পতি হলেন, নওগাঁর মান্দা উপজেলার বৈর্দ্যপুর গ্রামের মিলন হোসেন (৩০) ও তাঁর স্ত্রী মিলি আখতার (২৪)। আহত দুই শিশু হলো তাঁদের মেয়ে ফারহানা (৫) ও মিলনের ছোট ভাইয়ের ছেলে রিয়াদ (৩)।

প্রত্যক্ষদর্শী ও মহাদেবপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, মিলন হোসেন মোটরসাইকেলে করে তাঁর স্ত্রী-সন্তান ও ভাতিজাকে নিয়ে নওগাঁ সদর উপজেলার উল্লাসপুর গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাপানিয়া বাজার এলাকায় একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে তাঁরা সবাই রাস্তায় ছিটকে পড়ে যান। এ সময় রাস্তা থেকে দ্রুত উঠে ট্রাকের সামনে পড়ে যাওয়া শিশু ফারহানা ও রিয়াদকে উদ্ধার করতে যায় মিলন ও তাঁর স্ত্রী মিলি। মিলন ও মিলি দম্পতি শিশু দুটিকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে সরিয়ে দেওয়ার সময় ট্রাকটি তাঁদের চাপা দেয়। ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ওই দম্পতি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন আহত শিশু দুটিকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান।

মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল লাশ দুটি উদ্ধার করে। লাশ থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে নেওয়ার প্রস্তুতি চলছে।