বান্দরবান শহরের কুহালং ইউনিয়নের ক্যামলংপাড়া থেকে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। তাঁর নাম ইউছুফ আলী (৪৫)। তিনি স্থানীয় একটি ইটভাটার ব্যবস্থাপক। গতকাল মঙ্গলবার রাতে অস্ত্রধারী একদল সন্ত্রাসী তাঁকে মোটরসাইকেলে তুলে নিয়ে গেছে বলে জানিয়েছেন ইটভাটার মালিক ও শ্রমিকেরা।
আজ বুধবার সকালে ইটভাটার মালিক মকছুদ আহম্মদ বলেন, ক্যামলংপাড়াটি বান্দরবান-রাঙামাটি মহাসড়কসংলগ্ন। গতকাল রাত নয়টার দিকে ক্যামলংপাড়ার ইটভাটায় আটজনের একটি সন্ত্রাসী দল আসে। তাঁদের দুজনের হাতে বন্দুক ও অন্যদের ধারালো ছুরি ছিল।
প্রথমে তাঁরা শ্রমিক-কর্মচারী যাঁদের সামনে পায়, তাঁদের বেঁধে ফেলেন। পরে সবার মুঠোফোন ও টাকাপয়সা কেড়ে নেন। তারপর সবাইকে একটি ঘরে তালাবদ্ধ করে ব্যবস্থাপক ইউছুফ আলীকে মোটরসাইকেলে দুজনের মাঝখানে বসিয়ে নিয়ে যান। এ সময় সন্ত্রাসীরা মারমা ভাষায় নিজেদের মধ্যে কথা বলছিলেন।
এ বিষয়ে কুহালং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মংপু মারমা প্রথম আলোকে বলেন, কারা অপহরণ করেছে, তা জানা যায়নি। ডলুপাড়া থেকে ক্যামলং ও বটতলী পর্যন্ত সব পাহাড়ে ইউনিয়নের বাসিন্দারা ইউছুফ আলীর খোঁজ করছেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম শহীদুল ইসলাম বলেন, ইটভাটার ব্যবস্থাপক ইউছুফ আলী অপহরণের ব্যাপারে কেউ এখনো থানায় অভিযোগ করেনি। তবে তাঁরা অপহরণের বিষয়টি শুনেছেন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।