নাটোরে নৌকা ও ঈগলের নির্বাচনী ক্যাম্পে আগুন

আগুনে পুড়ে যাওয়া ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্প পরিদর্শন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মঙ্গলবার সকালে লালপুর উপজেলার গৌরিপুর এলাকায়
ছবি: প্রথম আলো

নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর মোড়ে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে এসে ক্যাম্প দুটি পোড়া দেখতে পান দুই প্রার্থীর অনুসারীরা।

লালপুর থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গৌরীপুর উচ্চবিদ্যালয়ের উত্তর পাশের মোড়ে কাছাকাছি আওয়ামী লীগের প্রার্থী শহিদুল ইসলামের (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী আবুল কালামের (ঈগল) একটি করে নির্বাচনী ক্যাম্প রয়েছে। দুটি ক্যাম্পই শামিয়ানা দিয়ে তৈরি। গতকাল সোমবার মধ্যরাত পর্যন্ত আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা প্রচারণা শেষে বাড়ি চলে যান। মঙ্গলবার ভোরে উভয় প্রার্থীর কর্মীরা ক্যাম্পে এসে দেখেন কে বা কারা তাঁদের ক্যাম্পে শামিয়ানার অংশবিশেষ পুড়িয়ে ফেলেছে। তবে স্বতন্ত্র প্রার্থীর ক্যাম্পের চারপাশের শামিয়ানা ছাড়াও কিছু বেঞ্চ পুড়িয়ে ফেলা হয়েছে।

গৌরীপুর মোড়ের একজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, নৌকা ও ঈগলের কর্মীরা রাত সাড়ে ১২টা পর্যন্ত তাঁদের ক্যাম্পে নির্বাচনী কাজকর্ম করে চলে যান। ক্যাম্পগুলো পাহারা দেওয়ার মতো কেউ ছিল না। সকালে দেখা যায়, তাঁদের দুটি ক্যাম্পেই আগুনে পুড়ে কিছু ক্ষতি হয়েছে। কারা আগুন লাগিয়েছে তা কেউ দেখেনি।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, আগুনে নৌকা ও ঈগলের দুটি ক্যাম্পের কিছু অংশ পুড়ে যাওয়ার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। কীভাবে আগুন লেগেছে, তা কেউ বলতে পারেননি। এমনকি উভয় প্রার্থীর পক্ষ থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি।

ওসি আরও বলেন, একটি ইউনিয়নে একের অধিক নির্বাচনী ক্যাম্প করা আচরণবিধির পরিপন্থী। অথচ প্রার্থীরা হরহামেশা সেটা করছেন। আলোচিত দুটি ক্যাম্প সে রকমই। প্রার্থীদের কর্মীদেরই এসব কথিত ক্যাম্প পাহারা দেওয়া উচিত।